Thursday, May 22, 2025

ঘরে বসে অনলাইনে মামলা হয়েছে কি না জানার উপায়

অনলাইনে-মামলা

Share

বর্তমান সময়ে জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার কারনে আমরা প্রায় সব কাজই ঘরে বসে করতে স্বাচ্ছ্যন্দ বোধ করি। কেমন হতো যদি ঘরে বসেই জানা যেতো আপনার নামে কোনো মামলা হয়েছে কি না! বাংলাদেশেও বর্তমান সময়ে ঘরে বসেই অনলাইনে মামলা সম্পর্কে জানা সম্ভব। আজকে আমরা জানার চেষ্টা করবো ঠিক কি কি উপায়ে একজন ব্যক্তি জানতে পারবে তার নামে মামলা আছে কি না।

কারো নামে মামলা আছে কি না জানার উপায়

কোনো ব্যক্তির নামে মামলা হয়েছে কি না তা জানার কয়েকটি উপায় আছে। সেগুলো হলো —

থানায় গিয়ে খোঁজ নেয়া

সাধারনত মামলা দুই যায়গাতে হতে পারে। একটি হলো থানা বা, পুলিশ স্টেশন এবং অপরটি হলো কোর্ট। যেকোনো ফৌজদারি মামলা করতে হলে প্রথমে থানায় যেয়ে একটি পুলিশ রিপোর্ট করতে হয় যা এজহার নামে পরিচিত। এজহারের উপর ভিত্তি করে পুলিশ First Information Reprot (FIR) লিখে থাকেন। তাই প্রাথমিকভাবে কারো নামে মামলা হলে সেটি নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে জানা সম্ভব। এর জন্য সম্ভব্য অভিযুক্ত ব্যক্তির নাম, তার পিতা-মাতার নামে এবং ঠিকানা প্রয়োজন হবে।

কিছু ক্ষেত্রে বাদীর নাম ঠিকানাও দরকার হতে পারে। এক্ষেত্রে যার প্রতি আপনার সন্দেহ আছে, যে আপনার নামে মামলা করতে পারে তার নাম বাদী হিসেবে ব্যবহার করে আপনি মামলা সম্পর্কে জানতে পারবেন। তবে এক্ষেত্রে সতর্ক থাকা উচিত যেন যার নামে মামলা হতে পারে সে না যেয়ে বরং তার পরিচিত কেউ গিয়ে খোঁজ নিলে ভালো। অনেক সময় থানায় Firts Information Report (FIR) দায়ের না করে বাদী জেনারেল ডায়েরি বা, জিডি করতে পারে। তাই মামলা সম্পর্কে খোঁজ নিতে গেলে কোনো জিডি হয়েছে কি না তা সম্পর্কেও খোঁজ নেয়া ভালো।

কোর্টে গিয়ে খোঁজ নেয়া

অনেক সময় পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী আদালতে গিয়ে মামলা করতে পারেন। সেক্ষেত্রে আদালতে গিয়ে আদালতের রেজিস্ট্রার থেকে মামলা সম্পর্কে জানা সম্ভব। তবে আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারন মানুষের জানাশোনা কম থাকাতে সবচেয়ে ভালো হয় যদি কোনো এডভোকেট এর সাহায্য নেয়া হয়। এক্ষেত্রে যার নামে মামলা হতে পারে তার নাম, পিতার নাম এবং ঠিকানা এডভোকেটকে প্রদান করলে তিনি মামলা সম্পর্কে খোঁজ নিয়ে দিতে পারবেন। মূলত দেওয়ানি মামলা সমূহ আদালতে যেয়ে করতে হয়। ফৌজদারি মামলার ক্ষেত্রে পুলিশ মামলা না নিলে আদালতে যেয়ে মামলা করা হয়ে থাকে।

নোটিশ

আদালতে কারো নামে মামলা হলে আদালত উক্ত ব্যক্তির নামে নোটিশ দিয়ে থাকে এই মর্মে যে তার নামে মামলা হয়েছে। তাই আদালত থেকে নোটিশ পাবার মাধ্যমেও জানা সম্ভব কারো নামে মামলা হয়েছে কি না।

কোন আদালতে কিংবা পুলিশ স্টেশনে যেয়ে খোঁজ নিবো!

সাধারনত ঘটনা যেই আদালত কিংবা পুলিশ স্টেশনের আওতাধীন এলাকায় ঘটেছে সেই আদালত কিংবা পুলিশ স্টেশনে যেয়ে খোঁজ নিতে হয়। তবে কিছু ক্ষেত্রে বাদী চাইলে তার নিজস্ব এলাকায় মামলা করতে পারে। ধরেন সাকিব নামে একজন ব্যক্তি ঢাকায় বসবাস করে। সে চট্টগ্রামে গেলে সেখানে তাকে কুমিল্লার একজন যুবক তামিম মেরে আহত করে। এই ঘটনার ক্ষেত্রে সাকিব চাইলে চট্টগ্রামে কিংবা ঢাকায় মামলা করতে পারে।

ঘরে বসে অনলাইনে মামলা দেখার উপায়

যদি কারো নামে মামলা হয়ে থাকে এবং উক্ত ব্যক্তি তার মামলা সম্পর্কে অনলাইনে জানতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই মামলা নম্বর জানতে হবে। আপনার নামে পূর্বে হওয়া মামলার বর্তমান অবস্থা সম্পর্কে আপনি অনলাইন থেকে জানতে পারবেন। নতুন কোনো মামলা আপনার নামে হয়েছে কি না সেটা জানতে হলে আপনাকে অবশ্যই কোর্ট কিংবা পুলিশ স্টেশনে যেতে হবে।

তাহলে কিভাবে আপনি অনলাইনে কেইস স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন! কেইস স্ট্যাটাস সম্পর্কে জানতে হলে প্রথমে আপনাকে বাংলাদেশ সরকারের ই-কার্যতালিকা নামক ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে যাবার পর আপনি দুইটি অপশন পাবেন। প্রথমটি হলো আদালত অনুসন্ধান করুন এবং দ্বিতীয়টি হলো মামলা অনুসন্ধান করুন

আপনি যেহেতু মামলা অনুসন্ধান করবেন তাই দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। এরপর আপনি পর্যায়ক্রমে আপনার বিভাগ, জেলা, উক্ত জেলার যেই আদালতে মামলা হয়েছে সেই আদালতের নাম এবং মামলা নাম্বার দিবেন। এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করলেই উক্ত মামলা সম্পর্কে প্রয়োজনীয় সমস্ত তথ্য দেখা যাবে।

এছাড়াও আপনি চাইলে এন্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও চলমান মামলা সম্পর্কে জানতে পারবেন। এর জন্য আপনাকে MY Court নামে একটি এন্ড্রয়েড এপ্লিকশেন ডাউনলোড করতে হবে প্লেস্টোর থেকে।

Table of Contents

Read more

Related Posts

Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don’t worry, we respect your privacy and won’t spam your inbox. Your information is safe with us.

32,111

Followers

32,214

Followers

11,243

Followers