Wednesday, May 28, 2025

বুক রিভিউঃ- মূলধারা ৭১ (মঈদুল হাসান)

মূলধারা ৭১

Share

আমরা অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে আগ্রহী। আমরা জানতে আগ্রহী কিভাবে পূর্ব-বাংলার সায়ত্তশাসনের দাবি একসময় স্বাধীনতার দাবিতে রুপান্তরিত হলো। ১৯৭১ সালের মার্চের শুরু থেকে ঠিক কোন কোন ঘটনা প্রবাহের কারনে ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বরতা পূর্ব বাংলার মানুষকে গ্রাস করেছিলো। কি কারনে পাকিস্তান আর্মির বাঙালি অফিসাররা বিদ্রোহ ঘোষণা করে দেশ স্বাধীন করার জন্য। মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা কি ছিলো এবং কেন ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করলো! এই সব প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আপনাকে মঈদুল হাসানের লিখা “মূলধারা-৭১” বইটি পড়তে হবে।

মুক্তিযুদ্ধের ওপর লিখা অনেক বই বাজারে আছে। সময়ের অভাবে আমাদের অনেকের পক্ষেই সবগুলো বই পড়া সম্ভব না। কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব ভালো বা, সম্পূর্ণ আইডিয়া পেতে হলে অবশ্যই আপনাকে “মূলধারা ৭১” বইটি পড়তে হবে। কারন এই বইটিতে মুক্তিযুদ্ধের প্রায় সবগুলো আসপেক্ট তুলে আনা হয়েছে। মুক্তিযুদ্ধের শুরু থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান আর্মির আত্মসমর্পণ পর্যন্ত প্রায় প্রতিটি ঘটনার বিশদ বিবরণ বইটিতে আছে।

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের ভূমিকা এবং কর্মপরিকল্পনা, তৎকালীন আওয়ামী লীগের দলীয় কোন্দলের প্রভাব এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ ; বিশেষ করে আমেরিকা, চীন ও সোভিয়েত ইউনিয়নের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ঠিক কি ধরনের লড়াই চলছিলো তা সম্পর্কে আপনারা একটা ধারনা পাবেন।

মুজিব বাহিনীর গঠন এবং মুক্তিযুদ্ধের সময় এই বাহিনীর বিতর্কিত ভূমিকা  সম্পর্কে আলোকপাত করা হয়েছে বইটিতে। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তাদেরকে যুদ্ধে পাঠানো এবং ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর ঢাকা আক্রমণের পরিকল্পনা সম্পর্কে আপনারা জানতে পারবেন বইটি পড়লে।

বইটি আপনাকে রোমাঞ্চিত করবে যখন আপনি জানবেন ঠিক কেন মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছিলো এবং পারমাণবিক হামলার আশঙ্কা দেখা দিয়েছিলো! মিস্টেরিয়াস সপ্তম নৌবহরকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমেরিকার নীতি নিয়ে বইতে বিশদ আলোকপাত করা হয়েছে।

তবে বইতে উল্লেখিত আমেরিকা নিয়ে দেয়া যুক্তিগুলো বর্তমানে অনেকাংশেই তার গ্রহনযোগ্যতা হারিয়েছে। কারন মার্কিনিদের গোপন নথি ফাঁস হবার পর সেই সকল নথির উপর ভিত্তি করে পিনাকী ভট্টাচার্য কর্তৃক লিখিত বই “মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭১” দেখিয়েছে ঠিক কি কারনে আমেরিকা মুক্তিযুদ্ধের সময় সরাসরি বাংলাদেশের পক্ষে অবস্থান করতে পারেনি এবং সেই সাথে সপ্তম নৌবহর বাংলাদেশের স্বাধীনতাকে ব্যহত করতে না বরং পশ্চিম পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতেই পাঠানো হয়েছিলো। সর্বোপরি যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে  সামগ্রিক একটা ধারণা পেতে চান, তাদের প্রথম পছন্দ হওয়া উচিত মঈদুল হাসানের লিখা “মূলধারা ৭১” বইটি।

Table of Contents

Read more

Related Posts

Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don’t worry, we respect your privacy and won’t spam your inbox. Your information is safe with us.

32,111

Followers

32,214

Followers

11,243

Followers