আইন সাবজেক্টটি সম্পর্কে জানেন না এমন মানুষ বাংলাদেশে পাওয়া ভার। গ্রামের মূর্খ মানুষ থেকে নিয়ে শহরের নামি-দামি মানুষ পর্যন্ত সবাই আইন বিষয় সম্পর্কে জানেন। কিছু না জানলেও এতটুকু জানেন যে মামলা মোকদ্দমায় পড়লে অ্যাডভোকেট বা আইনজীবীর কাছে যেতে হয়। ভূমি ব্যবস্থাপনা ও আইন হলো আইন সাব্জেক্টের স্পেশালাইজড ইউনিট।
আবার দেখা যায়, বাংলাদেশে যত মামলা হয়ে থাকে তার অধিকাংশ ভূমি বিষয়ক। কোনো না কোনো কারণে একজন আরেকজনের জমি দখল করছেন, ভাঙনের কবলে পড়ে অনেকেই বসতভিটা হারাচ্ছেন, কেউ বা জোর করে নদীর জমি দখল নিচ্ছেন, সরকারি জমি দখল করছেন। অনেক সময় নদীর বুকে চর জেগে উঠছে এবং সেটি নিয়েও বিবাদের শেষ নেই। এসব কারণে কোর্টে একের পর এক মামলা জমছে, কিন্তু ভূমি বিষয়ক অভিজ্ঞ বিচারক এবং আইনজীবী না থাকার কারণে মামলাগুলো সঠিক সময়ে নিষ্পত্তি হচ্ছে না। ফলে বিচার প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে।
বাংলাদেশের মোট ভূমির পরিমাণ জনসংখ্যার তুলনায় অনেক কম। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাসভূমির প্রয়োজন বেড়েছে। সেই সঙ্গে কৃষিজমির পরিমাণ কমছে। সেক্ষেত্রে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা একান্ত প্রয়োজন। না হলে কৃষিজমির পরিমাণ কমতে থাকলে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হবে এবং যার ফল হবে মারাত্মক।
সুতরাং, ভূমির সঠিক ব্যবস্থাপনা একান্ত প্রয়োজন। উপরিউক্ত বিষয়গুলো মাথায় রেখে সরকার আইন বিষয়ের পাশাপাশি আরও একটি স্পেশালাইজড বিষয় চালু করেছেন, যার নাম “ভূমি ব্যবস্থাপনা ও আইন”। ইংরেজিতে একে বলে “ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল” (Land Management and Law)।
কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়?
২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম “ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন” নামে বিষয়টি যাত্রা শুরু করে। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নামে বিষয়টি পড়ানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটি “ভূমি ব্যবস্থাপনা ও আইন” নামে পরিচিত।
কি কি পড়ানো হয়?
মূলত আইনের সমস্ত কোর্স পড়ানো হয়। যেমন, পারিবারিক আইন, পেনাল কোড, ক্রিমিনাল এবং সিভিল প্রসিডিওর, বাংলাদেশের সংবিধান এবং সেই সাথে বিভিন্ন স্পেশাল আইন পড়ানো হয়ে থাকে। পাশাপাশি ভূমি আইন সংক্রান্ত একটি অতিরিক্ত কোর্স প্রতি সেমিস্টারে পড়ানো হয়। এই সকল কোর্স গুলো মূলত ভূমি আইনের ইতিহাস, বিভিন্ন ভূমি আইন ও তাদের প্রয়োগ নিয়ে ডিজাইন করা হয়ে থাকে।
ক্যারিয়ার অপরচুনিটি
প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, তা হলো “ভূমি ব্যবস্থাপনা ও আইন” হলো আইন বিভাগের একটি স্পেশালাইজড সাবজেক্ট। এখান থেকে আপনি যে সার্টিফিকেট পাবেন তা হবে “এলএলবি” এবং “এলএলএম”। সুতরাং, একজন আইনের শিক্ষার্থীর যা যা ক্যারিয়ার অপরচুনিটি আছে, তার সবগুলোই আপনার জন্য প্রযোজ্য।
আইনজীবী
বার কাউন্সিলে নিবন্ধনের মাধ্যমে আইনজীবী হতে পারবেন। আপনি চাইলে যুক্তরাজ্য থেকে “বার অ্যাট ল” করে ব্যারিস্টারও হতে পারবেন। আইনজীবী হতে হলে প্রথমে আপনাকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপর ৬ মাস মেয়াদী ইনটার্নশিপ করতে হবে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে। যার কাছে আপনি ইন্টিমেশন জমা দিবেন তাকে অবশ্যই কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা সমপন্ন আইনজীবী হতে হবে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবেন। শুধুমাত্র আইনের শিক্ষার্থীরা এই সুযোগ পান। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষাটি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়ে থাকে। প্রিলি, রিটান ও ভাইভা এই তিন স্তরের পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে, তারাই কেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে। পূর্বে শুধু মাত্র আইন বিভাগের শিক্ষার্থীরা এই সুযোগ পেলেও এখন থেকে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থীরাও এই সুযোগ পাবেন।
লিগ্যাল অ্যাডভাইজার
আপনি যদি কর্পোরেট সেক্টরে আগ্রহী হয়ে থাকেন তাহলে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দেশি-বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। বাংলাদেশের ব্যঙ্কিং সেক্টরে প্রোপার্টি রিলেটেড অনেক কাজ থাকে। যেমন, ল্যান্ড ভেটিং, মর্টগেজ ইত্যাদি। যেহেতু, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থীরা এই বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করে থাকে, তাই লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে তাদের পক্ষে ক্যারিয়ার গড়ে তোলা সহজ হয়ে থাকে।
বিসিএস ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে বিসিএস ক্যাডার হতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কোনো যোগ্যতার প্রমাণ দিতে হবে না। অন্যান্য শিক্ষার্থীদের মতো আপনিও পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শিক্ষকতা
গ্রাজুয়েশন শেষে পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারেন। তবে শিক্ষক হতে হলে আপনাকে অবশ্যই অনার্স এবং মাস্টার্সে ভালো সিজিপিএ অর্জন করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে আপনাকে অবশ্যই ৩.৫০ সিজিপিএ পেতে হবে।
জাজ অ্যাডভোকেট জেনারেল
গ্রাজুয়েশন শেষে সরাসরি আর্মিতে জাজ অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ পেতে পারেন। এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই ২৬ বছরের কম হতে হবে। একই সাথে অন্যান্য শারীরিক যোগ্যতা থাকতে হবে।
ল্যান্ড স্পেশালিস্ট
ভূমি মন্ত্রণালয় বা এসিল্যান্ড পদে নিয়োগ পেতে সুবিধা পাবেন। বর্তমানে বিসিএস পরীক্ষার মাধ্যমে এসিল্যান্ড নিয়োগ করা হয়ে থাকে। তবে আশা করা যায় ভবিষ্যতে এসিল্যান্ড নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম আসবে এবং সেখানে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থীরা সুযোগ পাবেন।
ব্যাংক জব
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (লিগ্যাল) পদে নিয়োগ পেতে পারবেন, যা শুধুমাত্র আইনের শিক্ষার্থীদের জন্য। এছাড়াও ব্যাঙ্কের বিভিন্ন পদে নিয়োগ পাবার সুযোগ তো থাকছেই।
প্যানেল আইনজীবী
বিভিন্ন প্রতিষ্ঠান আইনি পরামর্শের জন্য প্যানেল আইনজীবী নিয়োগ করে থাকে। আপনি যদি একজন অভিজ্ঞ এবং ভালো আইনজীবী হতে পারেন তাহলে আপনিও প্যানেল আইনজীবী হতে পারবেন।
সহকারী আইন সচিব
বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সহকারী আইন সচিব পদে নিয়োগ পেতে পারেন।
এছাড়াও আপনি চাইলে ইনকাম ট্যাক্স আইনজীবী, ক্রিমিনাল আইনজীবী হতে পারবেন কিংবা বিভিন্ন ল ফার্মে চাকরি করতে পারবেন। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়ও কাজ করার সুযোগ পাবেন, যেমন UNHCR, WHO, UNDP, UNICEF, SAVE THE CHILDREN ইত্যাদি। বাংলাদেশ সরকার আইনি লড়াই করার জন্য সরকারী আইনজীবী নিয়োগ দিয়ে থাকে, যাদেরকে পাবলিক প্রসিকিউটর বলে। এটর্নি জেনারেলের অফিস থেকে নিয়ে বাংলাদেশের প্রায় প্রতিটি লিগাল সেক্টরে আপনি কাজ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনা ও আইন বিষয়ের বিশেষত্ব হলো এখানে আপনি ভূমি বিষয়ে অতিরিক্ত জানতে পারেন, যা আপনাকে অন্য সবার থেকে আলাদা করে দেখতে সহযোগিতা করবে। তাই বলা যেতে পারে ২০২৫ সালে এসে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিষয় হতে পারে আপনার জন্য স্মার্ট সাবজেক্ট সিলেকশন।