Tuesday, January 7, 2025

আইন সাবজেক্ট রিভিউ (LAW SUBJECT REVIEW)

LAW SUBJECT REVIEW

Share

LAW SUBJECT REVIEW সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের ব্লগটি পড়তে পারেন। আর্টেকেলটিতে আইন বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কেন আপনার আইন বিষয়ে পড়া উচিত, ভবিষ্যত ক্যারিয়ার কেমন হবে এই সম্পর্কে আর্টিকেলটিতে বিস্তারিত তথ্য দেয়া আছে।

একটি দেশ ঠিক কতটা সুশৃঙ্খল তা বোঝা যায় সেই দেশের মানুষ কতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল তা থেকে। যেই দেশের বিচার ব্যবস্থা যত ভালো, সেই দেশের মানুষের ন্যায় বিচার পাবার সম্ভাবনা ততটাই বেশি। ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠার জন্য দেশের বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর আইনের শিক্ষার্থীরা হলো দেশের বিচার বিভাগের প্রাণ। আইনের শিক্ষার্থীরাই মূলত আইনজীবী ও বিচারক হয়ে থাকেন। তারাই বিচার বিভাগের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকেন। প্রচলিত আছে “ঐ সমাজে বাস করা উচিত নয়, যেখানে একজনও আইনজীবী নেই।”

কোথায় পড়ানো হয়?

মূলত বাংলাদেশের অনেকগুলো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন (Law) বিষয়ে পড়ানো হয়ে থাকে। এর মধ্যে উল্ল্যেখযোগ্য কয়েকটি বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, নটরডেম বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি সহ আরো অনেক পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন (law) বিষয়টি পড়ানো হয়ে থাকে। এছাড়াও অনেকগুলো ‘ল কলেজ’ আছে যারা আইন (law) বিষয় পড়িয়ে থাকে। তারা মূলত দুই বছর মেয়াদি কোর্স অফার করে থাকে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-ও আইন বিষয়ে কোর্স অফার করে থাকে। এছাড়াও যারা যুক্তরাজ্য (ইংল্যান্ড) এর আইন নিয়ে পড়তে আগ্রহী, তারা বাংলাদেশে বসেই Bhuiyan Academy, Newcastle Law Academy এর মাধ্যমে পড়তে পারবেন।

কি কি পড়ানো হয়?

আইন সাবজেক্টের ব্যপ্তি অনেক। এখানে পারিবারিক আইন, সাংবিধানিক আইন, টর্ট ল এর পাশাপাশি আন্তর্জাতিক আইনের বিভিন্ন শাখা নিয়ে পড়তে হয়। ভূমি আইন পড়ানোর জন্য তো বাংলাদেশে ডেডিকেটেড একটা সাবজেক্ট-ই আছে ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন‘ নামে। আইন বিষয়ে পড়তে গেলে আপনাকে যেই যেই কোর্সগুলো করতে হতে পারে তার একটি তালিকা নিচে দিচ্ছি।

  • সাক্ষ্য আইন
  • বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন
  • মানবাধিকার আইন
  • রিয়েল এস্টেট আইন
  • সমুদ্র আইন
  • আন্তর্জাতিক আইন
  • পরিবেশ আইন
  • ক্রয়বিক্রয়–সংক্রান্ত আইন
  • ক্রিমিনোলজি
  •  মুসলিম আইন
  • হিন্দু আইন
  • চুক্তি আইন
  • ভূমি আইন
  • প্রশাসনিক আইন
  • কোম্পানি আইন
  • বাণিজ্যিক আইন
  • সম্পত্তি হস্তান্তর আইন
  • সাইবার ল
  • রেজিস্ট্রেশন আইন
  • আয়কর আইন
  • সুনির্দিষ্ট কার্য-সম্পাদন আইন
  • ইক্যুইটি ট্রাস্ট
  • শ্রম আইন
  • অপরাধ আইন
  • দেওয়ানি কার্যবিধি
  • ফৌজদারি কার্যবিধি
  • রিফুজি ল
  • গুড গভর্নেন্স
  • জুরিসপ্রুডেনস
  • সাংবিধানিক আইন
  • পারিবারিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • ধর্মীয় আইন 

চাকরির ক্ষেত্রসমূহ (career opportunity)

আইনজীবী

চার বছর বা, দুই বছর মেয়াদী আইনের কোর্স সম্পন্ন করে বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে আপনি আইনজীবী হিসেবে সনদ লাভ করতে পারেন। আপনি চাইলে যুক্তরাজ্য থেকে ‘বার এট ল’ করে ব্যারিস্টার-ও হতে পারেন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দেয়ার মাধ্যমে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবেন। শুধুমাত্র আইনের শিক্ষার্থীরাই এই সুযোগ পেয়ে থাকে।

ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান

আপনি চাইলে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাঙ্ক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে লিগাল এডভাইজার হিসেবে জব করতে পারেন। বাংলাদেশ ব্যাঙ্কে সহকারী পরিচালক (লিগাল) পদে শুধুমাত্র আইনের শিক্ষার্থীরা নিয়োগ পেয়ে থাকে।

আইন কলেজে শিক্ষকতা

বাংলাদেশে অনেকগুলো আইন (law) কলেজ আছে। আপনি চাইলে সেগুলোতেও চাকরি করতে পারেন।

বিসিএস সহ ক্যাডার সহ অন্যান্য নন-ক্যাডার ক্যাডারে চাকরি

অন্যান্য শিক্ষার্থীদের মতো আইনের শিক্ষার্থীরাও বিসিএস ক্যাডার হতে পারেন।

সহকারী আইন সচিব হিসেবে কর্মজীবন

বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে সরকারি আইন সচিব হিসেবেও কর্মজীবন শুরু করার সুযোগ আপনি পেতে পারেন।

সরকারি আইন কর্মকর্তা বা পাবলিক প্রসিকিউটর

আপনি চাইলে সরকারি আইনজীবী বা, পাবলিক প্রসিকিউটর হতে পারেন। মূলত পাবলিক প্রসিকিউটর’রা সরকারের হয়ে বিভিন্ন মামলা লড়ে থাকেন। তাদের সরকার একটি নির্দিষ্ট বেতন দিয়ে থাকে।

গবেষক

আইন পেশা মূলত গবেষণাধর্মী একটি পেশা। গবেষণা আপনার প্রতিদিনের কাজে লাগবে। মামলাতে জিততে হলে গবেষণার বিকল্প নেই। আবার অনেকেই শুধুমাত্র আইন বিষয়ে গবেষণাকে পেশা হিসেবে নিয়ে থাকেন।

ন্তর্জাতিক সংস্থা

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন, UNHCR, WHO, UNDP, UNICEF, SAVE THE CHILDREM, ILO সহ আরো অনেক সংস্থায় আইনের শিক্ষার্থীদের জন্য রয়েছে কাজের অবারিত সুযোগ। এছাড়াও আইনের শিক্ষার্থীরে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক এনজিও গুলোতে কাজের সুযোগ পেয়ে থাকে।

জাজ অ্যাডভোকেট জেনারেল

আইনের শিক্ষার্থীরা গ্রাজুয়েশন শেষ করে বাংলাদেশ আর্মিতে জাজ অ্যাডভোকেট জেনারেল হিসেবেও যোগদান করার সুযোগ পেয়ে থাকে।

বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংস্থা

দেশি-বিদেশী বিভিন্ন মানবাধিকার সংস্থাও হতে পারে আইনের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কর্মস্থল।

বহুজাতিক কোম্পানি

বিভিন্ন বহুজাতিক কম্পানি তাদের লিগাল বিষয় দেখা, চুক্তি সম্পাদন সহ আরো অনেক কারনেই আইনের শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে থাকে।

শিক্ষকতা

গ্রাজুয়েশন শেষ করে অনেক আইনের শিক্ষার্থীরাই বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে থাকেন। মূলত যাদের সিজিপিএ ৩.৫০ এর উপরে তারাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়ে থাকেন। কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর চেয়ে কম সিজিপিএ থাকলেও নিয়োগ দিয়ে থাকে। তবে নর্থ সাউথ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেথে বিদেশি আইনের ডিগ্রিকে গুরুত্ব দেয়া হয়ে থাকে।

আইন (Law) বিষয়ের ভবিষ্যত

চতুর্থ শিল্প বিপ্লব এবং এআই (AI) এর যুগে অনেকেই তাদের চাকরি হারাচ্ছেন। কিন্তু মজার বিষয় হলো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আইন পেশাকে প্রতিস্থাপন করতে সক্ষম নয়। ফলে চাকরি হারানোর টেনশন আপনাকে করতে হবেনা। আইন পড়ে আপনি শুধু এডভোকেট হবেন, এমন কোনো কথা নেই। আপনার সামনে আছে অবারিত সুযোগ। আপনি চাইলেই আপনার মত ক্যারিয়ার গঠন করতে পারবেন। সর্বোপরি আইন বিষয়ে পড়াশোনা আপনাকে অন্যদের তুলনায় একধাপ এগিয়ে রাখবে।

Table of Contents

Read more

Related Posts

Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don’t worry, we respect your privacy and won’t spam your inbox. Your information is safe with us.

32,111

Followers

32,214

Followers

11,243

Followers