যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতে এক ঐতিহাসিক রায়ে নারী বলতে শুধুমাত্র জন্মগতভাবে যারা নারী তাদেরকে বোঝাতে রায় দিয়েছেন। এই রায়ে অনেকেই সন্তুষ্ট হলেও যারা ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে কাজ করেন তারা কিছুটা চিন্তিত এবং অসন্তুষ্ট। তবে কোর্ট এবং সংশ্লিষ্ট পক্ষরা এই রায় কে ইতিবাচক ভাবেই দেখতে চান।
মূলত যুক্তরাজ্যের Equality Act এর নারীর সঙ্গা নিয়ে স্কটল্যান্ডের পার্লামেন্টে নতুন আইন পাস হয়। সেই আইনে Equality Act এ দেয়া সঙ্গা কিছুটা পরিবর্তন করে নতুন করে নারীর সঙ্গা দেয় স্কটল্যান্ডের পার্লামেন্ট। এতেই বাধে বিপত্তি।
২০১৮ সালে স্কটিশ পার্লামেন্ট Gender Representation on Public Boards (Scotland) Act 2018 নামে নতুন একটি আইন পাস করে। যেখানে নারীর সঙ্গা দিতে গিয়ে তারা উক্ত সঙ্গার পরিধি Equality Act এর তুলনায় বৃদ্ধি করেন এবং সকল ট্রান্স নারীদের অন্তর্ভুক্ত করেন। উক্ত ট্রান্স নারীরা Gender Recognition Certificate (GRC) এর জন্য আবেদন করেছে কি না সেই বিষয়কে উপেক্ষা করা হয়। ফলে GRC সার্টিফিকেট না থাকলেও একজন ব্যক্তি যিনি লিঙ্গ পরিবর্তন করে নারী হয়েছেন তাকেও স্কটিশ পার্লামেন্ট নারীর সকল অধিকার নিশ্চিত করতে চায়।
For Women Scotland (FWS) নামক একটি সংগঠন উক্ত আইনের বিষয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরে। তারা কোর্টে একটি জুডিশিয়াল রিভিউ পিটিশন দায়ের করে। সেখানে তারা বলে স্কটিশ পার্লামেন্টের দেয়া নারীর সঙ্গা অনেক বেশি বিস্তৃত। এটি যেকোনো জেন্ডারের ক্ষেত্রেই কর্মক্ষেত্র, হাসপাতাল এবং জেলে তাদের জন্য নির্ধারিত single space কে লঙ্ঘন করবে।
সুপ্রিম কোর্ট তাদের রায়ে Equality Act এ প্রদত্ত সঙ্গাকে প্রাধান্য দিয়েছে। কোর্ট তাদের রায়ে নারী বলতে শুধুমাত্র জন্মগত ভাবে এবং জৈবিকভাবে যারা নারী তাদেরকে বুঝিয়েছে। একই সাথে যারা লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারীতে পরিণত হয়েছে তাদের অধিকার রক্ষার বিষয়েও গুরুত্ব দিয়েছে।
Equality Act অনুযায়ী যদি কোনো সার্ভিস কিংবা স্থান শুধুমাত্র নারীদে জন্য প্রযোজ্য হয়, সেক্ষেত্রে সেই সার্ভিস এবং স্থান কেবলমাত্র জন্মগত বা, জৈবিকভাবে যারা নারী তারাই সেটি ব্যবহার করতে পারবে। লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে পুরুষ থেকে নারী যারা হয়েছেন তারা সেটি ব্যবহার করতে পারবেন না।
খেলাধুলার ক্ষেত্রে ট্রান্স নারীরা নারী হিসেবে অংশ নিতে পারবে কি না, এটা নিয়ে বিশ্বব্যপী অনেক তর্ক-বিতর্ক আছে। অনেক খেলাধুলার ক্ষেত্রেই ট্রান্স নারীদের অংশ গ্রহণের ক্ষেত্রে বিধি-নিষেধ আছে। এথলেটিক্স, সাইকেলিং এবং সাঁতারের ক্ষেত্রে ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ। অন্যান্য খেলার ক্ষেত্রে ট্রান্স নারীদের টেস্টোস্টেরণ ক্ষরণের মাত্রা একটি নির্দিষ্ট পরিমাণের কম হলে তাদের বিবেচনা করা হয়ে থাকে। বর্তমানে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত থেকে দেয়া রায়ে নারীর সঙ্গা এই বিষয়ে আরো স্পষ্ট অবস্থা তৈরি করবে।
নারী বলতে শুধু বায়োলোজিকাল নারী বা, যারা জন্মগতভাবে নারী তাদের বোঝাবে, এই মর্মে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতের দেয়া রায় একটি মাইলফলক হয়ে থাকবে। বিশেষ করে যখন সারা বিশ্বে ট্রান্স অধিকার এবং রক্ষণশীল অংশের মধ্যে চলছে নানা বিতর্ক।